![]() |
Funny Short Story,শিক্ষামূলক ঘটনা,মজার গল্প,choto golpo,Funny Bangla Jokes,hasir golpo,শিক্ষামূলক গল্প,The Devil and the Politician |
ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলো,"তুমি সত্যি ওখানে থাকতে চাও?’
মন্ত্রি,”হ্যাঁ”
ফেরেশতারা তাকে বলল, মনে চাইলে থাকো, তবে পরে কিন্তু আর ফেরত আসতে পারবে না বলে দিলাম।
কিন্তু এরপর মন্ত্রী নরকে গিয়ে দেখল যে নরক পুরো অন্যরকম। কোন সুন্দর জায়গা নেই। শুধু আগুন আর কয়লা। মানুষজনকে কঠিন সব শাস্তি দেয়া হচ্ছে। ভয়ঙ্কর ফেরেশতারা মানুষজনকে শাস্তি দিচ্ছে। অসংখ্য সাপ আর হিংস্র প্রাণী ঘুরে বেড়াচ্ছে; খুবই কুৎসিত আর জঘন্য জায়গা।
মন্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলো শয়তানকে “নরকের এই হাল কেন? আগে আমি কি দেখলাম!!”
শয়তান হেসে বলল, "আরে ওইটা তো ছিল একটা ক্যাম্পেইন। তোমরা যেমন নির্বাচনের আগে মানুষকে জান্নাতের স্বপ্ন দেখিয়ে পরে জাহান্নাম উপহার দাও; আমিও তাই করেছি। তোমার তো এটা বুঝার কথা ছিল”
বিঃ দ্রঃ ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক।
৬৫) যার (আগুন) মধ্যে
তারা থাকবে চিরকাল, কোন
অভিভাবক ও সাহায্যকারী পাবে না। ৬৬) যেদিন তাদের চেহারা
আগুনে ওলট পালট করা হবে তখন তারা বলবে “হায়! যদি আমরা
আল্লাহ ও তার রসূলের আনুগত্য করতাম”। ৬৭) আরো বলবে, “হে আমাদের রব! আমরা আমাদের সরদারদের ও
বড়দের আনুগত্য করেছিলাম এবং তারা আমাদের সঠিক পথ থেকে বিচ্যুত করেছে। ৬৮) হে আমাদের রব! তাদেরকে দ্বিগুন আযাব দাও
এবং তাদের প্রতি কঠোর লানত বর্ষণ করো। (সুরা আল আহজাব)
No comments:
Post a Comment