![]() |
Funny Short Story,hasir golpo,valobasar golpo,premer golpo, |
ভ্যালেন্টাইনস ডে ও ইমপারেটিভ সেনটেন্স - Imperetive Sentence and Valentines Day
৪র্থ শ্রেনীর ছাত্রকে Imperetive Sentence
পড়াচ্ছিলাম। জেনে রাখা ভালো এটা দিয়ে আদেশ, নিষেধ, প্রস্তাবনা ও অনুরোধ বুঝায়। অর্থাৎ এই ৪ প্রকারের বাক্যের গঠন পড়াচ্ছিলাম। তখন পুরনো একটা স্মৃতি মনে পরে গেল। অনেক বছর আগে ৩য় বা ৪র্থ শ্রেণীর ছাত্রীকে [ঠিক মনে করতে পারছিনা], Imperetive
Sentence পড়ানোর সময় জিজ্ঞাসা করলাম এই ৪ প্রকারের ৪টা বাক্য বলো।
তাঁর উত্তরটা আমার মস্তিষ্কের হিপোক্যাম্পাসে এখনো সংরক্ষিত আছে।
সে বললঃ Come on, don’t make
a noise, let us go out for a walk, would
you please, grab my hand, sir.
[ এসে পড়েন, কোন কথা হবে না, চলেন না একটু বাহিরে যাই, দয়া করে আমার হাতটা ধরবেন, স্যার! ]
আজকে ১৪ ফেব্রুয়ারী, কেউ এইটা অন্যদিকে নিবেন না। বইয়ে যা লেখা ছিলো সে তাই বলেছে।
No comments:
Post a Comment