![]() |
আখেরী চাহার সোম্বা ও ভুলে ভরা জীবন – মজার গল্প – Akheri chahar somba |
ভুলে
ভরা জীবন
টিউশনিতে বসে খাতা চেক করছিলাম। পাশে ছাত্র আর তার ছোট বোন
বসা। হঠাৎ ছাত্রের মোবাইল ফোনটি বেজে উঠল। কল রিসিভ করে ছাত্র লাউড স্পিকার অপশনে
চাপ দিল। তখন ঐ পাশ থেকে শোনা গেলো, “ঐ মামা, আজকে
কলেজে কাগজটা আনতে যাবি না?”
ছাত্র বললঃ “আজকে তো সরকারি বন্ধ। অফিসে কেউ নাই।”
তার বন্ধু তখন কলেজ বন্ধের কারণ জানতে চাইল।
ছাত্র প্রথমে কারণ বলতে পারল না। পাশ থেকে আমি বলে দিলাম, আজকে
আখেরি চাহার সোম্বা।
সে বন্ধুকে বলল, (আমার কথা শুনে, সে তোতাপাখির মত আউড়ে গেলো,)
আজকে হল আখেরি চাহার সোমবার। তাই সরকারি বন্ধ।
পাশ থেকে তার পিচ্চি বোন, জোরে বলে উঠল, ভাইয়া তোমার মাথা ঠিক
আছে? আজকে তো সোমবার না। আজকে তো বুধবার।
(কমেন্ট বক্সে আমার বানান ভুল গুলো একটু ধরিয়ে দিবেন। যারা
দিবেন, তাদেরকে আমি আমার শুভাকাঙ্ক্ষী মনে করব। অগ্রিম ধন্যবাদ)
No comments:
Post a Comment