মজার গল্প, উপন্যাস, গোয়েন্দা কাহিনী, ছোট গল্প, শিক্ষামূলক ঘটনা, মজার মজার কৌতুক, অনুবাদ গল্প, বই রিভিউ, বই ডাউনলোড, দুঃসাহসিক অভিযান, অতিপ্রাকৃত ঘটনা, রুপকথা, মিনি গল্প, রহস্য গল্প, লোমহর্ষক গল্প, লোককাহিনী, উপকথা, স্মৃতিকথা, রম্য গল্প, জীবনের গল্প, শিকারের গল্প, ঐতিহাসিক গল্প, অনুপ্রেরণামূলক গল্প, কাহিনী সংক্ষেপ।

Total Pageviews

Wednesday, April 24, 2019

What types of girls we should not marry - কেমন মেয়ে বিয়ে করা উচিত নয়





ছয় প্রকার নারীকে বিয়ে করা উচিত নয়।
১. আন্নানা
২. মান্নানা
৩. হান্নানা
৪. হাদ্দাকা
৫. বাররাকা
৬. শাদ্দাকা।
১. আন্নানা হলো সেই নারী যে সবসময় 'হায়
আফসোস, হায় ফসোস করতে থাকে। এবং অলস, 'রোগিণী'র ভান করে বসে থাকে। এমন নারীকে বিয়ে করলে সংসারে বরকত হয় না।
.
২. মান্নানা এর অর্থ হলো, উপকার করে খোটা দানকারীনি। মান্নানা হলো সেই নারী যে স্বামীকে প্রায়ই বলে-
'আমি তোমার জন্যে এই করেছি, সেই করেছি।' হেন
করেছি, তেন করেছি, ইত্যাদি ইত্যাদি।
.
৩. হান্নানা" হলো সেই নারী যে তার পূর্বের স্বামী বা
প্রেমিকের প্রতি আসক্ত থাকে।
.
৪. হাদ্দাকা হলো সেই নারী, যে কোনো কিছুর উপর
থেকেই লোভ সামলাতে পারে না। সব কিছুই পেতে
চায়, এবং স্বামীকে তা ক্রয়ের জন্যে নিয়মিত চাপে রাখে।
.
৫. বাররাকা হলো সেই নারী যে সারাদিন কেবল
সাজসজ্জা ও প্রসাধনী নিয়ে মেতে থাকে। এই শব্দের অন্য একটি অর্থ হলো, যে নারী খেতে বসে রাগ করে চলে যায়। এবং পরে একা একা খায়।
.
৬. শাদ্দাকা হলো সেই নারী যে সবসময় বকবক
করে।
বিয়ের ক্ষেত্রে সর্বদা দ্বীনদারীকে প্রাধান্য দিন।
দুআ করুন
১। ﴿وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا﴾
৭৪) তারা প্রার্থনা করে থাকে, হে আমাদের রব ! আমাদের নিজেদের স্ত্রীদের ও নিজেদের সন্তানদেরকে নয়ন শীতলকারী বানাও৯২ এবং আমাদের করে দাও মুত্তাকীদের ইমাম৷৯৩(সুরা আল ফুরকান আয়াত নং ৭৩)

২। " হে আল্লাহ! তুমি আমাদেরকে দ্বীনদার স্ত্রী ও নেক সন্তান দান কর। "আমিন"

No comments:

Post a Comment

Popular Posts