ঐতিহাসিক গল্প - গুরু ও শিষ্য - অ্যারিস্টটল ও অ্যালেক্সান্ডার দ্যা গ্রেট - Historical story - Aristotle and Alexander the graet |
ঐতিহাসিক গল্প - গুরু ও শিষ্য - অ্যারিস্টটল ও অ্যালেক্সান্ডার দ্যা গ্রেট - Historical story - Aristotle and Alexander the graet
অনেক আগের কথা। ইতিহাসের অন্যতম
মহাবীর আলেকজাপ্তার তখন বীর-বিক্রমে একের পর এক দেশ জয় করছেন। তার এ ক্রান্তিহীন
যুদ্ধে তার সৈন্যদলের মধ্যে অসন্তষ্টি দেখা দিল। অনেকদিন হলো তারা জন্মভূমি ছেড়ে
এসেছে। তাই তার সৈন্যদের মাঝে অসন্তুষ্টি দেখা দিল এবং তারা যুদ্ধ করতে অসম্মতি
জানাল। আলেকজাণ্ডার পড়লেন মহা সমস্যায়। তিনি কী
করবেন বুঝে উঠতে পারছিলেন না। অগত্যা তিনি
স্থির করলেন তার এ সমস্যার কথা তার গুরু অ্যারিস্টটলকে জানাবেন। তিনি তার সবচেয়ে
বিশ্বস্ত গপ্তচরকে পাঠালেন গুরু আ্যারিস্টটলের কাছে।
এদিকে শিষ্যর এ বিপদ দেখে ত্যারিস্টটল
চিন্তিত হয়ে পড়লেন। কোনও বার্তা পাঠালে তা যদি শক্রপক্ষের হাতে পড়ে তা হলে
মহাসর্বনাশ। আর গুপ্তচর যে বেঈমানি করবে না,তারই বা
নিশ্চয়তা কী?
হঠাৎ তার চোখ পড়ল সামনের বাগানের দিকে!
তিনি তার মালীকে ডেকে পাঠালেন এবং আদেশ দিলেন বাগানের সামনের সারির কিছু ফুল গাছ
তুলে পিছনের সারিতে এবং পিছনের সারির কিছু গাছ সামনের সারিতে লাগাতে। তারপর তিনি
গুপ্তচরের দিকে তাকিয়ে বললেন, আলেকজান্ডারের কাছে ফিরে যেতে। এদিকে গুপ্তচর
ফিরে এলে আলেকজাণ্ডার জানতে চাইলেন তার গুরু কী বার্তা দিয়েছেন।
গুপ্তচর জানাল, আ্যারিস্টটল তাকে
কোনও বার্তা দেননি। এ কথা শুনে আলেকজান্ডার চিন্তিত হয়ে পড়লেন। তার এ বিপদের
সময় গুরু কোনও বার্তা দেননি তা তো হতে পারে না। তাই আলেকজান্ডার তার গুপ্তচরকে
আবার ডেকে পাঠালেন এবং তাকে সব ঘটনা খুলে বলার নির্দেশ দিলেন? গুপ্তচর তাকে সব
খুলে বলল। সব শুনে আলেকজাণ্ডার গুপ্তচরকে জড়িয়ে ধরলেন এবং বললেন, “ভাই, আজ তুমি আমার অনেক বড় উপকার করলে।”'
গুপ্তচর কিছু না বুঝে হা হয়ে দাঁড়িয়ে রইল। পরদিন আলেকজাণ্ডার তার সৈন্যবাহিনীর কিছু নিচু পদের অফিসারকে উচু পদে এবং
উঁচু পদের কিছু অফিসারকে নিচু পদে অধিষ্ঠিত করে দিলেন। নিচু পদের অফিসাররা উচু পদ
পেয়ে মহাখুশি হয়ে শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ল!
Maruf Al Mahmood
-
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, যে ব্যক্তি মুসলিমদের কোন কিছুর দায়িত্বশীল হল, অতঃপর বিশ্বাসঘাতকতা করল, সে আগুনে ( প্রবেশ করবে)। (তাবারনি)
Maruf Al Mahmood
-
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, যে ব্যক্তি মুসলিমদের কোন কিছুর দায়িত্বশীল হল, অতঃপর বিশ্বাসঘাতকতা করল, সে আগুনে ( প্রবেশ করবে)। (তাবারনি)
No comments:
Post a Comment