মজার গল্প, উপন্যাস, গোয়েন্দা কাহিনী, ছোট গল্প, শিক্ষামূলক ঘটনা, মজার মজার কৌতুক, অনুবাদ গল্প, বই রিভিউ, বই ডাউনলোড, দুঃসাহসিক অভিযান, অতিপ্রাকৃত ঘটনা, রুপকথা, মিনি গল্প, রহস্য গল্প, লোমহর্ষক গল্প, লোককাহিনী, উপকথা, স্মৃতিকথা, রম্য গল্প, জীবনের গল্প, শিকারের গল্প, ঐতিহাসিক গল্প, অনুপ্রেরণামূলক গল্প, কাহিনী সংক্ষেপ।

Total Pageviews

Monday, August 16, 2021

বাঙ্গালির হাসির গল্প - একটা কথায় এত কিছু – জসীম উদ্দীন– Ekta kothay eto kichu - Jasimuddin - Bangalir hasir golpo

 

হাসির গল্প,hasir golpo,বাঙ্গালির হাসির গল্প,জসীম উদ্দীন,Jasimuddin 

বাঙ্গালির হাসির গল্প - একটা কথায় এত কিছু জসীম উদ্দীন Ekta kothay eto kichu - Jasimuddin - Bangalir hasir golpo

- - - - - - - - - - - - - - - - - - -  

শ্বশুরবাড়ি গিয়ে জামাই কোনো কথা বলে না শালীরা-শালারা কত ঠাট্টা-তামাসা করতে আসে; সে কোনো উচ্চবাচ্য করে না

তখন শ্বশুর গিয়ে জামাইয়ের বাপকে বলে, দেখুন, আপনার ছেলে আমাদের বাড়ি এসে চুপ করে বসে থাকে কোনো কথাবার্তা বলে না এটা যেন কেমন কেমন লাগে সবাই বলে জামাই বোকা

বাপ বলল, আমার ছেলে তো বাড়িতে বেশ ভালোমতোই কথাবার্তা বলে! আচ্ছা, তাকে আমি বেশ করে ধমকিয়ে দিব  

বাড়ি এসে বাবা ছেলেকে ডেকে বলল, কিরে শ্বশুরবাড়ি গিয়ে কথাবার্তা বলিস না কেন? সেখানে গিয়ে সকলের সঙ্গে আলাপ-সালাপ করবি শালা-শালীদের সঙ্গে হাসি-তামাসা করবি তবেই না লোকে বলবে, বেশ ভালো জামাই!

ছেলে মাথা নত করে রইল বাবা বুঝল, এবার ছেলে শ্বশুর বাড়ি গিয়ে তার উপদেশ মতো কাজ করবে

ঈদের ছুটিতে জামাই শ্বশুরবাড়িতে এসেছে এসে বৈঠক খানার এক কোণে চুপচাপ বসে আছে

শ্বশুর এসে জিজ্ঞাসা করল, কি বাবাজী! চুপ করে বসে আছ কেন? বাড়িতে সবাই ভালো আছে তো?

জামাই উত্তর করল, ভালো আর আছে কই? কয়েকদিন হল, আমার বাবার মাথা খারাপ হয়ে গিয়েছে হাতে একটা লাঠি নিয়ে যাকে দেখেন তাকেই মারতে আসেন

শ্বশুর বলল, তবে তো খুব খারাপ কথা! আমি কালই তোমার বাবাকে দেখতে যাব

জামাই বলল, শ্বশুর সাহেব! যাবেন যে, খুব সাবধানে যাবেন একখানা লাঠি হাতে নিয়ে ঘুরাতে ঘুরাতে যাবেন আমার বাবা যদি আপনাকে মারতে আসেন, লাঠি উঠিয়ে তাঁকে মারতে যাবেন! দুই একটা লাঠির ঘা মাথায় পড়লে বাবা শান্ত হয়ে যাবে তারপর আর কিছু বলবেন না

শ্বশুর বলল, আচ্ছা, ঠিক আছে, তাই করব কাল সকালেই তোমার বাবাকে দেখতে যাব

জামাই শ্বশুরবাড়ি হতে ফিরে আসল বাপ জিজ্ঞাসা করল, কি রে, শ্বশুর বাড়ি গিয়ে এত তাড়াতাড়ি ফিরে আসলি যে?

ছেলে বলল, ফিরে না এসে উপায় কি? আমার শ্বশুরের মাথা খারাপ হয়ে গেছে যাকে দেখেন তাকেই লাঠি ঘুরিয়ে মারতে আসেন

বাপ বলল, তবে তো খুব খারাপ খবর! কাল সকালে তোর শ্বশুরকে দেখতে যাব

ছেলে বলল, আপনি যে যাবেন, খুব সাবধানে যাবেন একখানা লাঠি ঘুরাতে ঘুরাতে যাবেন আমার শ্বশুর যদি আপনাকে মারতে আসেন, লাঠির কায়েক ঘা তাঁহার গায়ে মারবেন, তিনি তখনই থেমে যাবেন কিন্তু কয়েক ঘা না মারলে তিনি আপনাকে মারতেই থাকবেন সাবধান! সঙ্গে লাঠি না নিয়ে যাবেন না

পরদিন সকালে দুই গ্রাম হতে বাপ আর শ্বশুর লাঠি ঘুরাতে ঘুরাতে বাহির হল মাঝপথে এসে দুই বিয়াইয়ের সাথে দেখা হল

শ্বশুর লাঠি উঁচিয়ে বলল, এই!

বাপ তেমনি লাঠি ঘুরিয়ে বলল, এই!

তারপর দুই বিয়াইতে লাঠি পেটাপেটি আরম্ভ হল সে কি যেমন তেমন মারামারি! পাড়ার লোকেরা ছুটে এসে দুই বিয়াইকে আলাদা করে ধরে রাখল তারপর বলল, তোমাদের হল কি? দুই বিয়াইয়ের মধ্যে এমন ভাব-মহব্বত আর এখন এইভাবে তোমাদের মারামারি করার কারণ কি?

শ্বশুর তখন বলল, কাল জামাইয়ের মুখে শুনলাম বিয়াই নাকি পাগল হয়ে গেছে যাকে দেখে তাকেই মারতে আসে আর লাঠি দিয়ে দুই এক ঘা মারলেই নাকি নীরব হয়ে যায়

বাপ বলল, ওই শয়তান ছেলে বিয়াইয়ের বিষয়েও আমাকে এমন কথা বাড়ি এসে বলেছে

এখন -বিয়াই -বিয়াই একে অপরের সঙ্গে আলাপ করে সমস্ত জানতে পারল বাপ বাড়ি ফিরে ছেলেকে ধমক দিয়ে বলল, ওরে শয়তান, বেহায়া! তোর শ্বশুর সম্বন্ধে এমন মিথ্যা কথা আমাকে বলেছিলি কেন?

ছেলে বিনীতভাবে উত্তর করল, আপনি আমাকে শ্বশুরবাড়ি গিয়ে কথাবার্তা বলতে উপদেশ দিয়েছিলেন, আমি সেখানে গিয়ে একটি মাত্র কথা বলেছি, তাতেই এত! আর অনেক কথা বললে না জানি কি হত?

No comments:

Post a Comment

Popular Posts