মজার গল্প, উপন্যাস, গোয়েন্দা কাহিনী, ছোট গল্প, শিক্ষামূলক ঘটনা, মজার মজার কৌতুক, অনুবাদ গল্প, বই রিভিউ, বই ডাউনলোড, দুঃসাহসিক অভিযান, অতিপ্রাকৃত ঘটনা, রুপকথা, মিনি গল্প, রহস্য গল্প, লোমহর্ষক গল্প, লোককাহিনী, উপকথা, স্মৃতিকথা, রম্য গল্প, জীবনের গল্প, শিকারের গল্প, ঐতিহাসিক গল্প, অনুপ্রেরণামূলক গল্প, কাহিনী সংক্ষেপ।

Total Pageviews

Thursday, May 2, 2019

Funny Bangla Jokes/ Stories part - 2



.
একদিন ভোলা দোকানে গিয়েছেন তেল কিনতে। তেল কিনে ভোলা রাগে টং হয়ে দোকানদারকে বললেন
ভোলা: আরে ভাইতেলের সঙ্গে আমার ফ্রি উপহার কই?
দোকানদার: রাগছেন কেনতেলের সঙ্গে কোম্পানি তো কোনো উপহার দেয়নি। আমি উপহার বানিয়ে দেব নাকি?
ভোলা: আরে মশাইআমাকে বোকা বানাচ্ছেননাআমি কি মূর্খ নাকি যে পড়তে পারি না! তেলের বোতলের গায়েই তো লেখা আছেকোলেস্টেরল ফ্রি। কইসেটা তো দিচ্ছেন না।
.
একবার প্রচণ্ড গরমের সময় ভোলানাথের সঙ্গে এক ভদ্রলোকের কথা হচ্ছে
ভদ্রলোক: আচ্ছা মশাইআপনার যখন গরম লাগেআপনি তখন কী করেন?
ভোলা: কেনএসির পাশে গিয়ে বসে থাকি!
ভদ্রলোক: এসির পাশে বসেও যদি আপনার গরম লাগে?
ভোলা: হুম্ম্তখন এসিটা চালিয়ে দিই।
১০.
একবার ভোলা একটি পত্রিকা অফিসে গেছেন তাঁর চাচার মৃত্যুসংবাদের বিজ্ঞাপন দিতে। ভোলা আর পত্রিকা অফিসের কেরানির মধ্যে কথা হচ্ছে
ভোলা: আচ্ছা ভাই বিজ্ঞাপনটি ছাপতে টাকা কী পরিমাণ খরচা হবেএকটু বলবেন?
কেরানি: আমাদের পত্রিকায় বিজ্ঞাপনের হার হচ্ছেপ্রতি কলাম এক সেন্টিমিটার জায়গার জন্য ৩৬০ টাকা।
ভোলা: বলেন কি! এই বিজ্ঞাপন ছাপাতে গিয়ে আমিই তো মরে যাব দেখছি।
কেরানি: কেনকী হয়েছে আপনার?
ভোলা: আরে ভাইপ্রতি কলাম এক সেন্টিমিটার জায়গার মূল্য ৩৬০ টাকা। কিন্তু আমার চাচা তো ১৮২ সেন্টিমিটার লম্বা। তাহলে বুঝুন আমার অবস্থাটা!
১১.
প্রথমবারের মতো ভোলা গেছেন দিল্লিতে। দিল্লি গিয়ে তিনি প্রথমেই বড় বড় রাস্তাস্টেডিয়ামগুলো ঘুরে ঘুরে দেখা শুরু করলেন। তো ভোলা বেশ ফুরফুরে মনে ঘোরাঘুরি করতে করতে রাস্তার মধ্যে একটি উঁচু জায়গার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। তিনি ঠিক ঠাওর করতে পারছিলেন না আসলে এই জিনিসটা কী। পথিমধ্যে এক ভদ্রলোকের সঙ্গে তাঁর দেখা হয়ে গেল।
ভোলা ওই ভদ্রলোককে বললেন, ‘দাদাআপনাদের দিল্লিটা বেশ চমৎকারচারদিকটা গোছানো। কিন্তু রাস্তার মধ্যে এত্ত বড় বড় স্পিডব্রেকারগুলো কেন বানিয়েছেতা ঠিক বুঝতে পারছি না। জনগণের চলাচলের অসুবিধা হয়এটা কি কর্তৃপক্ষ বোঝে নানাকি?’ 
ভদ্রলোকের জবাব আরে মশাইবোকার মতো কথা বলছেন কেন। ওটা তো ফ্লাইওভার।
১২.
একবার কলেজের অডিটরিয়ামে মাদার তেরেসা এসেছিলেন। অনুষ্ঠানটি দেখা নিয়ে হীরালাল আর ভোলার সঙ্গে কথা হচ্ছে
হীরালাল: জানিসআজ সন্ধ্যায় মাদার তেরেসা আসবেন আমাদের অডিটরিয়ামে। চল নাএকসঙ্গে দেখে আসি।
ভোলা: না রে! তুই একাই যা। বাবা আমাকে ইংরেজি সিনেমা দেখতে বারণ করেছেন তো!
১৩.
একবার ভোলা নতুন কার কিনে নিজে চালিয়ে অফিসে যাচ্ছিলেন। রাস্তায় সিগন্যাল বাতি জ্বলে ওঠায় গাড়িতে বসে অপেক্ষা করছিলেন ভোলা একবার বাধ্য হয়ে ভোলা ট্রাফিক পুলিশকে বললেন. আচ্ছা মশাই মুহূর্তে ডান দিকে যেতে হলে আপনাকে কত টাকা দিতে হবে?’ 
ট্রাফিক পুলিশ রেগে বললেন, ‘আপনি তো আচ্ছা লোক হে! আমাকে টাকার কথা বলছেন কেনএকদম জেলে পুরে রাখব কিন্তু।’ 
ভোলা ট্রাফিক পুলিশকে একটি সাইনবোর্ড দেখিয়ে বললেন, ‘আমার কী দোষসাইনবোর্ডে তো আপনারাই লিখেছেন Free left turn
১৪.
একবার ভোলা শখ করে প্রথমবারের মতো একটি বিখ্যাত রেস্টুরেন্টে খেতে গেছেন। ওয়েটার সামনে খাবার দিয়ে গেলেন। খাওয়া দাওয়া শেষে বেসিনে হাত ধুতে গিয়ে ভোলা হাত ধোয়ার বদলে পুরো বেসিনই ঘষামাজা শুরু করে দিয়েছেন। দেখে ওয়েটার আঁতকে উঠে বললেন, ‘আরে মশাইআপনি করছেনটা কীআপনি বেসিন পরিষ্কার করছেন কেন?’ 
ভোলা রেগে গিয়ে বললেন, ‘আপনারাই তো বোকার মতো বেসিনের ওপর লিখে দিয়েছেনওয়াশ বেসিন। তাই তো বেসিন পরিষ্কার করছি। 
মশাইআগে পড়াশোনাটা ভালো করে জেনে তারপর এসব নোটিশ টাঙাবেনবুঝলেন? 
পরের অংশ

No comments:

Post a Comment

Popular Posts