মজার গল্প, উপন্যাস, গোয়েন্দা কাহিনী, ছোট গল্প, শিক্ষামূলক ঘটনা, মজার মজার কৌতুক, অনুবাদ গল্প, বই রিভিউ, বই ডাউনলোড, দুঃসাহসিক অভিযান, অতিপ্রাকৃত ঘটনা, রুপকথা, মিনি গল্প, রহস্য গল্প, লোমহর্ষক গল্প, লোককাহিনী, উপকথা, স্মৃতিকথা, রম্য গল্প, জীবনের গল্প, শিকারের গল্প, ঐতিহাসিক গল্প, অনুপ্রেরণামূলক গল্প, কাহিনী সংক্ষেপ।

Total Pageviews

Thursday, June 10, 2021

শিক্ষামূলক ছোট গল্প - মূর্খ যখন বিত্তবান হয় – Murkho jokhon bittoban hoy - Choto golpo

 

শিক্ষামূলক ছোট গল্প - মূর্খ যখন বিত্তবান হয় – Murkho jokhon bittoban hoy - Choto golpo
Bangla Short Story,children story,choto golpo,beast fable,উপকথা,ছোট গল্প,শিক্ষামূলক গল্প,মিনি গল্প,মূর্খ যখন বিত্তবান হয়

শিক্ষামূলক ছোট গল্প - মূর্খ যখন বিত্তবান হয় Murkho jokhon bittoban hoy - Choto golpo

একটি ইঁদুর খাবার খুঁজতে গিয়ে রাজার ঘরে প্রবেশ করে। কোন খাবার খুজে না পেয়ে একটি হীরার টুকরো গিলে ফেলে। হীরা চুরি যাওয়ার কারণে রাজ-প্রাসাদে সবার ঘুম হারাম হয়ে যায়। রাজা মশাই জ্যোতিষীকে ডেকে পাঠায়। জ্যোতিষী বলে হীরার টুকরো ইদুরে খেয়ে ফেলেছে।

সেনাপতি রাজার হীরা উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করেন। একজন শিকারীকে খোঁজ করে ইঁদুর মেরে হীরা উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়।

শিকারি যখন ইঁদুর মারতে ইঁদুরদের বাসস্থানে পৌঁছোয় তখন সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সংগে দলবেঁধে শুয়ে আছে, আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের ওপর রঙিন কাপড়ের বিছানা করে চিৎপটাং হয়ে শুয়ে আছে। শিকারি তখন ওই ইঁদুরটাকে ধরে, আর তার পেট চিরে হীরা বের করে, রাজার হাতে সেটা তুলে দিলেন ।

রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন এবং তাকে জিজ্ঞেস করেন, "হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে, ওই ইঁদুরটাই হীরা চুরি করেছে..??"

শিকারি জবাবে বলে,
"
খুবই সহজ! মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতীর সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়। মূর্খ ইঁদুরটা ঠিক তাই করেছিল, হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা দিয়েছিল।"

বর্তমান সমাজে কিছু কিছু ব্যক্তিদের মাঝে এমন আচরণ পরিলক্ষিত হয়!

(সংগৃহীত)

Tags: Bangla Short Story, children story, choto golpo, beast fable, উপকথা,ছোট গল্প, শিক্ষামূলক গল্প, মিনি গল্প, মূর্খ যখন বিত্তবান হয়

No comments:

Post a Comment

Popular Posts