মজার গল্প, উপন্যাস, গোয়েন্দা কাহিনী, ছোট গল্প, শিক্ষামূলক ঘটনা, মজার মজার কৌতুক, অনুবাদ গল্প, বই রিভিউ, বই ডাউনলোড, দুঃসাহসিক অভিযান, অতিপ্রাকৃত ঘটনা, রুপকথা, মিনি গল্প, রহস্য গল্প, লোমহর্ষক গল্প, লোককাহিনী, উপকথা, স্মৃতিকথা, রম্য গল্প, জীবনের গল্প, শিকারের গল্প, ঐতিহাসিক গল্প, অনুপ্রেরণামূলক গল্প, কাহিনী সংক্ষেপ।

Total Pageviews

Saturday, August 22, 2020

ছোট গল্প - চকলেট

ছোট গল্প - চকলেট 

ছোট গল্প - চকলেট 
বিকালের একটু আগেই চায়ের দোকান খুললেন আব্দুল মাজেদ চাচা হাইস্কুলের গেটের বিপরীত পাশেই তার দোকান স্কুল ছুটি হতে খুব বেশি সময় বাকি নেই মফস্বল এলাকা বলে দোকানে তেমন একটা ভীড়ও নেই
এমন সময় একটা ছেলে এলো দোকানে বয়স বড়জোড় বিশ কি একুশ নীল রঙের পাঞ্জাবী গায়ে কোমরে ঝোলানো একটা হালকা ব্যাগ চোখে একটা কম পাওয়ারের চশমা চাহনিতে কেমন একটা বিষন্নতা রয়েছে কিছুটা না পাওয়ার বেদনা এরপরও ঠোঁটের কোনায় হাসি লেগে রয়েছে
ছেলেটিকে তিনি চিনতে পারলেন না আপাদমস্তক তাকে একবার জরিপ করে নিলেন এলাকায় সম্ভবত নতুন এসেছে 
ছেলেঃ চাচা, ভালো আছেন?
প্রশ্ন করার ভঙ্গিটা দেখে মনে হল যেন তার সাথে কতদিনের চেনা জানা
আব্দুল মাজেদ ছোট্ট করে উত্তর দেয়ঃ জি, ভালো
ছেলেঃ স্কুল ছুটি হবে কখন?
আঃ মাজেদঃ .৩০
ছেলেটি হাতের ঘড়ি দেখে এখনো মিনিট বাকি
ছেলেঃ আচ্ছা, আপনার দোকানে চকলেট আছে? ১০ টা চকলেট দেনতো!
আব্দুল মাজেদ বৈয়াম খুলে ১০ টা চকলেট তার হাতে দিয়ে চা বানানোর কাজে লেগে যান ছেলেটি তার মানিব্যাগ থেকে তাকে টাকা দিয়ে দেয়।
ছেলেটিঃ চাচা!
আব্দুল মাজেদ তার দিকে ফিরে তাকায়। দেখে ছেলেটি তার দিকে একটি হাত বাড়িয়ে রেখেছে। তাতে একটা চকলেট।
ছেলেঃ এইটা আপনার জন্যে। একটা প্রশ্নের উত্তর দিবেন?
আঃ মাজেদঃ কি?
ছেলেঃ আচ্ছা, বলেন তো, সর্বশেষ আপনাকে কে চকলেট দিয়েছিল, মনে পড়ে?
তার প্রশ্নে আঃ মাজেদ নস্টালজিক হয়ে যান। ফিরে যান তার অর্ধশতাব্দী পূর্বের জীবনে। মনে পড়ে যায় মৃত বাবার কথা। ছোট বেলায় বাবা মেলা থেকে তাকে একবার এক প্যাকেট লজেন্স কিনে দিয়েছিল। ছোট্ট মনে সেই এক প্যাকেট লজেন্স সেকি আনন্দ এনে দিয়ে ছিল, সেই স্মৃতি মনে করে আবেগে আপ্লুত হয়ে যান।
ছেলেঃ কি হল চাচা, নিবেন না?
নতুন প্রশ্নে বাস্তবতায় ফিরে আসেন আঃ মাজেদ। হকচকিত হয়ে হাতের চকলেটটি নিয়ে পকেটস্থ করেন। সামান্য একটা চকলেট তার মনে কি পরিমান আলোড়ন সৃষ্টি করেছে সেটা ভেবে চমৎকৃত হন।
ছেলেঃ ঠিক আছে চাচা, ছাত্ররা বের হচ্ছে। আরেকদিন কথা হবে। ইনশা আল্লাহ।
বলে স্কুলের গেটের দিকে এগিয়ে যায় ছেলেটি। আব্দুল মাজেদ চাচা ভাবেন এক কাজ করিঃ আজকে বুড়িকেও এভাবে চমকে দিবরাতে বাসায় গিয়ে স্ত্রীর হাতে সেই চকলেটটি দিয়ে সর্বশেষ তাকে কে চকলেট দিয়েছিল তা জানতে চাইলেন!
বৃদ্ধা স্ত্রীর কাছে তার এই ব্যবহার একটু আশ্চর্যজনক মনে হল। চকলেটটা হাতে নিয়ে হাসতে হাসতে বললেনঃ বুইড়া বয়সে ব্যাটারে ভীমরতিতে ধরছে! 
- - - - - - - -
আইডিয়াঃ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম
কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
- - - - - - - -
হে নবী! প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা এবং সদুপদেশ সহকারে তোমার রবের পথের দিকে দাওয়াত দাও এবং লোকদের সাথে বিতর্ক করো সর্বোত্তম পদ্ধতিতে তোমার রবই বেশী ভালো জানেন কে তাঁর পথচ্যুত হয়ে আছে এবং কে আছে সঠিক পথে। (সুরা নাহল - ১২৫) 

No comments:

Post a Comment

Popular Posts