আমি পাগল হইনি - ছোট গল্প - হাসির গল্প – মজার গল্প |
আমি
পাগল হইনি - ছোট গল্প - হাসির গল্প – মজার গল্প
এক
লোক ডাক্তার দেখাতে গেছে। ডাক্তার তাকে জিজ্ঞাসা করলেন আপনার সমস্যা কি?
রোগী : ডাক্তার
সাহেব, আমার খুব অসুখ। ঘুম হয় না, মাথা
গরম হয়ে ওঠে। দয়া করে পরীক্ষা করে দেখে আমাকে ওষুধ দিন।
ডাক্তার
সাহেব রোগীর সঙ্গে নানা কথা বললেন, জিজ্ঞাসা করলেন নানা প্রশ্ন।
শেষে নাড়ি টিপে দেখে, বুকে স্টেথেসকোপ যন্ত্র লাগিয়ে পরীক্ষা
করে বললেন, আপনার যা অবস্থা দেখলাম তাতে ওষুধ দেবার আর কোন সুযোগ
নেই। আগে আসেননি কেন?
রোগী : কেন,
আমার কি হয়েছে ডাক্তার সাহেব?
ডাক্তার : হবে
আর কি, মূল কেন্দ্রে গোলমাল দেখা দিয়েছে। আপনি আপনার নিয়ন্ত্রণ
শক্তি হারিয়ে ফেলছেন।
রোগী : রহস্য
রাখুন ডাক্তার, খোলাসা করে বলুন আমার কি হয়েছে?
ডাক্তার
গভীর মুখে বলেন : ৩০ তারিখের মধ্যে আপনার মতিভ্রম ঘটবে। অর্থাৎ কিনা ইয়ে আর
কি.....
রোগী : অর্থাৎ
আমি পাগল হয়ে যাব?
ডাক্তার : অবস্থা
তো সেই রকমই দেখছি।
রোগী
বাড়ি ফিরে হৈচৈ লাগিয়ে দেয়। বাড়ির সবাইকে
বলে আচ্ছা এক উন্মাদ ডাক্তারের কাছে গিয়েছিলাম। সে বলে কিনা আমি নাকি ৩০ তারিখের মধ্যে
পাগল হয়ে যাব। জীবনে কত ডাক্তার দেখলাম—এমন মাথা খারাপ ডাক্তার
তো দেখিনি তোমরা কি আমার মধ্যে পাগল হওয়ার কোন লক্ষণ দেখ?
২৮/২৯ তারিখে
পাড়ার লোকদের জিজ্ঞাসা করেঃ তোমরা কি আমার মধ্যে পাগল হওয়ার কোন লক্ষণ দেখ?
৩০ তারিখ মধ্যরাত পার হতেই ওই রোগী আনন্দের আতিশয্যে লুঙ্গি খুলে মাথায়
বেঁধে রাস্তায় বেরিয়ে নাচতে নাচতে বলে ৩০ তারিখ গেছেগা—আমি পাগল
হইনি।
No comments:
Post a Comment