মজার গল্প, উপন্যাস, গোয়েন্দা কাহিনী, ছোট গল্প, শিক্ষামূলক ঘটনা, মজার মজার কৌতুক, অনুবাদ গল্প, বই রিভিউ, বই ডাউনলোড, দুঃসাহসিক অভিযান, অতিপ্রাকৃত ঘটনা, রুপকথা, মিনি গল্প, রহস্য গল্প, লোমহর্ষক গল্প, লোককাহিনী, উপকথা, স্মৃতিকথা, রম্য গল্প, জীবনের গল্প, শিকারের গল্প, ঐতিহাসিক গল্প, অনুপ্রেরণামূলক গল্প, কাহিনী সংক্ষেপ।

Total Pageviews

Monday, August 10, 2020

কবুতর - ছোট গল্প - হাসির গল্প - রম্য গল্প - মজার গল্প

কবুতর - ছোট গল্প - হাসির গল্প - রম্য গল্প - মজার গল্প

কবুতর - ছোট গল্প - হাসির গল্প - রম্য গল্প - মজার গল্প

আহোল একটি চক্ষুরোগের নাম। এই রোগ হলে সেই রোগী কোন জিনিসকে ডবল দেখে থাকে। সেজন্য এই আহোল রোগীকে দ্বিদর্শীও বলা হয়। একদা এক আহোলের কাছে একটি কবুতর উড়ে এসে বসে আহোল লোকটি কবুতরটিকে বার বার ভাল করে দেখছিলেন।
কিছুক্ষণ পর সেই কবুতরের মালিক এসে উপস্থিত। তিনি বললেন, মহাশয়, এই কবুতরটি আমার একে ধরে নিতে দয়া করে সাহায্য করুন।
দ্বিদর্শী লোকটি তখন বললেন, কপোত একটি নয়, দুটি। অতএব, আপনার মালিকানার দাবি টেকে না। অন্য কেউ এই কপোতদ্বয়ের মালিক। তিনি এলে তাকেই কপোতদ্বয় ফেরত দেব।
কবুতরের মালিক ভেতরে ভেতরে ক্রুদ্ধ হল এবং কিছু রাগতঃস্বরে বলল : আচ্ছা আহোলের খপ্পরে পড়েছি দেখছি! 
দ্বিদর্শী প্রত্যুত্তরে বলেন, অন্যায়ভাবে আমাকে আহোল বলছ কেন? আহোল হলে কি আমি চারটি কপোত দেখতাম না? 

No comments:

Post a Comment

Popular Posts