কবুতর - ছোট গল্প - হাসির গল্প - রম্য গল্প - মজার গল্প |
কবুতর
- ছোট গল্প - হাসির গল্প - রম্য গল্প - মজার গল্প
‘আহোল’ একটি
চক্ষুরোগের নাম। এই রোগ হলে সেই রোগী কোন জিনিসকে ডবল দেখে থাকে। সেজন্য এই আহোল রোগীকে
দ্বিদর্শীও বলা হয়। একদা এক আহোলের কাছে একটি কবুতর উড়ে এসে বসে। আহোল লোকটি কবুতরটিকে বার বার ভাল করে দেখছিলেন।
কিছুক্ষণ
পর সেই কবুতরের মালিক এসে উপস্থিত। তিনি বললেন, মহাশয়, এই কবুতরটি আমার। একে ধরে নিতে
দয়া করে সাহায্য করুন।
দ্বিদর্শী
লোকটি তখন বললেন, কপোত একটি নয়, দুটি। অতএব,
আপনার মালিকানার দাবি টেকে না। অন্য কেউ এই কপোতদ্বয়ের মালিক। তিনি
এলে তাকেই কপোতদ্বয় ফেরত দেব।
কবুতরের
মালিক ভেতরে ভেতরে ক্রুদ্ধ হল এবং কিছু রাগতঃস্বরে বলল : আচ্ছা
আহোলের খপ্পরে পড়েছি দেখছি!
দ্বিদর্শী
প্রত্যুত্তরে বলেন, অন্যায়ভাবে আমাকে ‘আহোল’ বলছ
কেন? আহোল হলে কি আমি চারটি কপোত দেখতাম না?
No comments:
Post a Comment